Homeদেশের গণমাধ্যমেঅধিকাংশ পুলিশ বদলি হলেও অপরাধীরা রয়ে গেছে

অধিকাংশ পুলিশ বদলি হলেও অপরাধীরা রয়ে গেছে


ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর ঢাকার অধিকাংশ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। এখন যারা এসেছেন তারা নতুন। কিন্তু যারা অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজি ওই লোকগুলো কিন্তু রয়ে গেছে। তাদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলে আমরা সবাই নিরাপদ হবো।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ইসিবি চত্বরে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও ক্যান্টনমেন্ট থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পৃথিবীর কোথাও শতভাগ অপরাধমুক্ত সমাজ পাবেন না। কিন্তু এই অপরাধকে কীভাবে সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় সেই দায়িত্ব পুলিশের পাশাপাশি আমাদের সবার।

সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে। নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্বটুকু পালন করতে হবে। আপনারা চান জনবান্ধব পুলিশ, আমরা চাই পুলিশ বান্ধব জনগণ। পুলিশ সম্পর্কে যে ভয় রয়েছে সেটা ঊর্ধ্বে রেখে আপনাদের পুলিশি সেবাটা নিতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম আরও বলেন, পুলিশ শুধু আপনাকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধই না, আইনগতভাবেও বাধ্য। সমাজের যারা ভালো লোক তাদের আমরা রক্ষা করবো। কিন্তু খারাপদের জন্য আমরা কঠোর হবো। ঢাকা মহানগরীকে নিরাপত্তা বলয়ে রাখতে চাই। আপনারা শুধু তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।

অধিকাংশ পুলিশ বদলি হলেও অপরাধীরা রয়ে গেছে

মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও ক্যান্টনমেন্ট থানা এলাকার নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সবার সমন্বয়ে এমন মতবিনিময় সভার জন্য নাগরিকরা পুলিশকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান করেন।

মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

অধিকাংশ পুলিশ বদলি হলেও অপরাধীরা রয়ে গেছে

জানা গেছে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব নেওয়ার পর থেকে তার নির্দেশনায় ঢাকা মহানগরবাসীর জন্য আরও সর্বোত্তম পুলিশি সেবা নিশ্চিত করার জন্য প্রতিটি থানা এলাকার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতাদের সমন্বয়ে মতবিনিময় সভা চলমান রয়েছে।

টিটি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত