Homeজাতীয়সচিবালয়ে আগুন স্যাবোটাজ: ব্যারিস্টার খোকন

সচিবালয়ে আগুন স্যাবোটাজ: ব্যারিস্টার খোকন


মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে স্যাবোটাজ (নাশকতা) বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি এবং দায়ীদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পতিত সরকারের কাজ। তাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ নষ্ট করতেই এই স্যাবোটাজ (নাশকতা)। এ ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে নজিরবিহীন বিচারব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, পতিত সরকারের বিভিন্ন অপকর্ম অবশ্যই অফিশিয়াল নথিতে আছে। সেগুলো যাতে কোনো রকম সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন না করা যায়, সে জন্য হয়তো তারা (আওয়ামী লীগ) বা তাদের এজেন্টরা এটা করেছে। এ সময় সুপ্রিম কোর্টের রেকর্ড রুমের পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান তিনি।

সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ নিয়ে ২৩ ডিসেম্বর জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতির প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বারের সভাপতি বলেন, ওই বিবৃতি সংবিধানের পরিপন্থী।

উল্লেখ্য, উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে ‘নিয়োগ কমিশনে’ আইনজীবী সমিতির সভাপতি ও আইনজীবী সদস্য রাখার বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের প্রতিবাদ জানানো হয় ওই বিবৃতিতে। সেইসঙ্গে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে জেলা আদালত থেকে কমপক্ষে ৭০ শতাংশ নিয়োগের জন্য সুস্পষ্ট বিধান প্রণয়নের দাবি জানানো হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত