Homeজাতীয়রিমান্ড শেষে কারাগারে সাবে ইসি সচিব হেলাল

রিমান্ড শেষে কারাগারে সাবে ইসি সচিব হেলাল


বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তার নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার চার দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান। 

এদিকে আসামি পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে৷ এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন আহমেদকে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ২৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত