Homeজাতীয়যে সমীকরণে আফগানিস্তান যেতে পারে সেমিফাইনালে!

যে সমীকরণে আফগানিস্তান যেতে পারে সেমিফাইনালে!


চ্যাম্পিয়নস ট্রফির উত্তেজনাপূর্ণ ম্যাচে বৃষ্টি হানা দেওয়ায় সেমিফাইনালে বলা যায় উঠেই গেল অস্ট্রেলিয়া। আর স্বপ্নভঙ্গ হলো আফগানিস্তানের। 

গতকাল ( ২৮ ফেব্রুয়ারি) নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার লাহোরের ম্যাচটি যখন জমে উঠছিল, তখনই হানা দেয় বৃষ্টি। মাঠ ভিজে যাওয়ায় খেলা আর সম্ভব হয়নি। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

ম্যাচটি পরিতাক্ত হওয়ার আগে আফগানিস্তান টসে জিতে ৫০ ওভার ব্যাটিং করে সবগুলো উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১০৯ রান তুলেছিল মাত্র ১ উইকেট হারিয়ে। ট্র্যাভিস হেড অপরাজিত ছিলেন ৫৯ রানে, যা ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আফগানিস্তানের স্বপ্ন ধুয়ে দিল।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দু’দলই এক পয়েন্ট করে পেলেও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়েছে। কিন্তু আফগানিস্তানের জন্য এখন একমাত্র আশার আলো যদি ইংল্যান্ড বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে।  

চলুন দেখে নেই কি সেই সমীকরণঃ

আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার জন্য নিচের শর্তগুলো পূরণ হতে হবে—  

– ইংল্যান্ডকে কমপক্ষে ২০৭ রানে জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে ম্যাচটি অবশ্যই পূর্ণ ৫০ ওভারের হতে হবে।
  
– যদি দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করে, তবে তারা অত্যন্ত কম রানে অলআউট হতে হবে। যেমন—  
-৫০ রানে অলআউট হলে ইংল্যান্ডকে ৫.৪ ওভারে রান তাড়া করতে হবে  
-৭৫ রানে অলআউট হলে ইংল্যান্ডকে ৭.৬ ওভারে রান তাড়া করতে হবে 
-১০০ রানে অলআউট হলে ইংল্যান্ডকে ৯.৬ ওভারে রান তাড়া করতে হবে 
-১২৫ রানে অলআউট হলে ইংল্যান্ডকে ১১.৫ ওভারে রান তাড়া করতে হবে

এই কঠিন সমীকরণ মিলবে কি না, সেটাই এখন দেখার বিষয়!

 

সূত্রঃ ই এস পি এন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত