‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়ের অনুসন্ধানে দুদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ২১: ৪৬
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ পালন এবং তাঁর ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
দুদকের মহাপরিচালক জানান, ‘মুজিববর্ষ’ ও ‘ম্যুরাল’ নির্মাণে দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের দুর্নীতি খতিয়ে দেখছে দুদক। এরই ধারাবাহিকতায় একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
এ বিষয়ে দুদকের চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালন এবং তাঁর ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে ওই অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট আইন, বিধি এবং বিভিন্ন সময়ে জারি করা সার্কুলার অনুযায়ী অভিযোগটির অনুসন্ধানকাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অনুসন্ধানকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে অথবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করতে হলে তা অনতিবিলম্বে জানাতে বলা হয়েছে।
এরই মধ্যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক। মামলা ছয়টিতেই শেখ হাসিনা, তিন মামলায় তাঁর বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে আসামি করা হয়েছে। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে একটি করে মামলা করা হয়েছে।