Homeজাতীয়ভাঙ্গুড়ায় সিসিটিভি ক্যামেরা ভাঙ্গাকে ঘিরে ২ জন মহিলাকে মারপিটের অভিযোগ

ভাঙ্গুড়ায় সিসিটিভি ক্যামেরা ভাঙ্গাকে ঘিরে ২ জন মহিলাকে মারপিটের অভিযোগ


 

পাবনার ভাঙ্গুড়ায় সিসিটিভি ক্যামেরা ভাঙ্গাকে কেন্দ্র করে ২জন মহিলাকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে। গত বুধবার (১৬এপ্রিল) সকাল ৭টার দিকে পৌরসভার দক্ষিণ মেন্দা স্বর্ণকার পাড়া মহল্লায় ঘটনাটি ঘটে।

ঘটনার সূত্রে জানা গেছে, সিসিটিভি ক্যামেরা ভাঙ্গার জের ধরে গতকাল সকালে একই মহল্লার প্রতিপক্ষ হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিকল্পিত ভাবে লাঠি-শোটা নিয়ে মো. নজরুল স্বর্ণকারের স্ত্রী বানেছা খাতুন (৫০), এবং বাড়ীতে বেড়াতে আসা আত্মীয় মো. আব্দুল স্বর্ণকারের স্ত্রী নাসীমা খাতুন (৫৫) কে মারপিট করে জখম করে এবং ঘর বাড়ি ভাংচুর করে। 

এ সময় তাদের আর্ত-চিৎকারে স্বজন ও মহল্লা বাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বৃদ্ধা ও মেয়েদের মারপিট করা দুঃখজনক। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত