শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কোনো স্পষ্ট অগ্রগতি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। ছয় দফা দাবি আদায়ে তারা শিগগিরই নতুন করে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সচিবালয়ে শিক্ষার্থীদের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি শাখা) রেহানা ইয়াসমিন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, “আমরা মন্ত্রণালয় থেকে কোনো অফিসিয়াল কাগজ বা সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাইনি। প্রতিটি দাবির অগ্রগতি আটকে রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “আজকের আলোচনা কোনোভাবেই ফলপ্রসূ হয়নি। আমাদের ছয় দফা দাবি আদায়ে শিগগিরই আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।”
পলিটেকনিক শিক্ষার্থীরা ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা, কারিগরি শিক্ষার্থীদের জন্য পৃথক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়সহ ছয় দফা দাবিতে গতকাল (বুধবার) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রধান সড়ক ও মহাসড়ক অবরোধ করেন।
এরপর সন্ধ্যায় তারা সারাদেশে রেল অবরোধের ঘোষণাও দেন। তবে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে আজকের বৈঠকের প্রেক্ষিতে রেল অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।