Homeজাতীয়নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পয়লা বৈশাখ উদ্‌যাপন


নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন গতকাল সোমবার দিনব্যাপী নানা আয়োজনে প্রাণবন্তভাবে উদ্‌যাপন করেছে পয়লা বৈশাখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। এ উপলক্ষে বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কূটনীতিক, দিল্লির নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিকদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের বিশেষ ভোজ। অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের ভর্তা, কাঁঠালের এঁচোড়সহ নানা পদের বাঙালি রান্না। বিশেষ আকর্ষণ ছিল ‘পিঠা কর্নার’, যেখানে পরিবেশিত হয় নানা ধরনের দেশীয় পিঠা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে হাইকমিশনের কর্মকর্তারা ছাড়াও পেশাদার শিল্পী, কবি ও নৃত্যশিল্পীরা অংশ নেন। সংগীত, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে তাঁরা তুলে ধরেন বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত