Homeজাতীয়জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয় নি

জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয় নি


৭ নভেম্বর আবারও ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গার উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। 

 

 

এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘৭ নভেম্বর যদি জিয়াউর রহমানকে কারাগার থেকে মুক্ত না হতো, তাহলে সেদিন বাংলাদেশের স্বাধীনতা থাকতো না। বাংলাদেশ তখন পরাধীন হয়ে যেত। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেত এবং বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত।’

বিএনপির এ নেতা বলেন, ৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। এর পর দেশে ৭ নভেম্বর ছুটি ছিল। শেখ হাসিনার অবৈধ সরকার ক্ষমতায় এসে সেই ছুটি বাতিল করেছে।

 

আওয়ামী লীগের পতনের পর এখন ৭ নভেম্বরের ছুটি পুনরায় চালু করা সময়ের দাবি জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পুনরায় সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। 

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সহ নেতা কর্মিরা।

 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত