Homeজাতীয়জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও নোবেলজয়ী জিমি কার্টারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার সকালে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দূতাবাসে খোলা শোক বইয়ে শোকবার্তা লেখেন।

শান্তিতে নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার গত রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। দূতাবাসে সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বোল্ডিনকে জানান যে, তিনি জর্জিয়ায় জিমি কার্টারের বাড়িতেও গিয়েছিলেন। 

যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এসময় তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য জিমি কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস ১৯৮৬ সালে রাষ্ট্রপতি কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত