Homeজাতীয়অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ১৩০৮

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ১৩০৮


সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মেট্রো অঞ্চলে ২৭৪ জন এবং রেঞ্জ এলাকায় ১০৩৪ জনকে আটক করা হয়।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে দুপুরে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট নিয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, “দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সামনে আরও পদক্ষেপ আসবে। এছাড়া যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছেন, তাদের দিকেও নজর রাখা হচ্ছে।”

এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে, ততদিন এই অপারেশন চলবে।”

উল্লেখ্য, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয় এবং ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণা করে। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে এবং গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত