Homeখেলাধুলামেসি নেই স্কোয়াডে, ক্ষতিপূরণ দিতে ফ্রি টিকিট দিচ্ছে প্রতিপক্ষ!

মেসি নেই স্কোয়াডে, ক্ষতিপূরণ দিতে ফ্রি টিকিট দিচ্ছে প্রতিপক্ষ!


মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ সামনে রেখে হিউস্টন ডায়নামো প্রস্তুত করেছিল জমজমাট এক আয়োজন। লিওনেল মেসিকে কাছ থেকে দেখার আশায় টিকিট বিক্রিতেও হয়েছিল রেকর্ড পরিমাণ উত্থান। তবে শেষ মুহূর্তে দলে মেসি না থাকায় হতাশ করেছে সমর্থকদের। এই ঘটনায় চমকপ্রদ এক সিদ্ধান্ত নিয়েছে হিউস্টন ডায়নামো—দর্শকদের বিনামূল্যে টিকিট দেবে ক্লাবটি!

রোববার (২ মার্চ) ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচের আগে কোচ হাভিয়ের মাশ্চেরানো নিশ্চিত করেছেন, লিওনেল মেসি এই ম্যাচে খেলছেন না। মায়ামির স্কোয়াড তালিকায় জায়গা পাননি তিনি, এমনকি দলের সঙ্গে হিউস্টনে ভ্রমণও করেননি। ফলে যারা শুধুমাত্র মেসিকে দেখতে স্টেডিয়ামে আসতে চেয়েছিলেন, তারা ব্যাপক হতাশ হয়েছেন।

সমর্থকদের এই হতাশা লাঘব করতে হিউস্টন ডায়নামো এক ব্যতিক্রমী ঘোষণা দিয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দর্শক ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচের জন্য টিকিট কেটেছিলেন, তারা মৌসুমের যেকোনো এক ম্যাচে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

শনিবার রাতে এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘আমরা রোববার ইন্টার মায়ামিকে আতিথ্য দিতে প্রস্তুত। তবে প্রতিপক্ষ দলের স্কোয়াড তালিকায় লিওনেল মেসি নেই এবং তিনি হিউস্টন সফরেও আসেননি, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা দারুণ এক ম্যাচ আয়োজনের অপেক্ষায় আছি, যা হিউস্টনের ফুটবলপ্রেমীদের জন্য এক বিশাল উৎসব হবে। সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে, যারা ম্যাচটিতে উপস্থিত থাকবেন, তারা মৌসুমের যেকোনো এক ম্যাচে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। আগামী সপ্তাহের শুরুতেই এ সংক্রান্ত বিস্তারিত জানানো হবে।’

২০২৫ সালে মাত্র তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন মেসি। তাই তাকে ফিট রাখতে এই ম্যাচে বিশ্রামে রেখেছেন মাসচেরানো। তবে আগামী ৬ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ম্যাচে জ্যামাইকান ক্লাব ক্যাভালিয়ারের বিপক্ষে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে মেসির।

এই ঘটনার পর মেসির প্রতি বিশ্বব্যাপী আগ্রহ আরও বাড়ল, তবে ক্ষুব্ধ সমর্থকদের শান্ত করতে হিউস্টনের বিনামূল্যে টিকিটের সিদ্ধান্ত ফুটবল দুনিয়ায় প্রশংসিত হতে পারে!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত