Homeখেলাধুলামড্রিচের জাদুতে রিয়ালের দাপুটে জয়

মড্রিচের জাদুতে রিয়ালের দাপুটে জয়


বয়স যেন শুধুই সংখ্যা! লুকা মড্রিচ তাই প্রমাণ করলো আরেকবার। মড্রিচের চোখ ধাঁধানো এক গোলের সুবাদে লা লিগায় রিয়াল মাদ্রিদ ২-০ ব্যবধানে হারালো জিরোনাকে। তবে পুরো ম্যাচে ‘অলস’ ফুটবল খেললেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। আর এতেই বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকল তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়র একের পর এক আক্রমণ শানালেও জিরোনার গোলরক্ষক পাওলো গাজানিগা প্রাচীর হয়ে দাঁড়ান। অন্যদিকে, থিবো কোর্তোয়াও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।

তবে বিরতির পাঁচ মিনিট আগে এল সেই মাহেন্দ্রক্ষণ! জিরোনার ডিফেন্ডারদের ক্লিয়ার করা বলে মড্রিচ দেখালেন জাদু। ডি-বক্সের সামনে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক ভলি পাঠালেন জালের কোণায়। বার্নাব্যু স্তব্ধ হয়ে গেল মুহূর্তের জন্য, এরপর শুরু হলো উল্লাস!

ভিনিসিয়ুস ৬০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার দারুণ শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৮০ মিনিটে এমবাপ্পে একা গোলরক্ষকের সামনে গিয়েও ব্যর্থ হলেন, তার শট আটকে দেন গাজানিগা। তবে দুই মিনিট পরই ভিনিসিয়ুস নিশ্চিত করেন রিয়ালের জয়, এমবাপ্পের সাথে ওয়ান-টু খেলে বল ঠেলে দেন জালে।

আনচেলত্তির দল আজ কিছুটা ছন্দহীন ছিল, বিশেষ করে জুড বেলিংহামের অনুপস্থিতি অনুভূত হয়েছে। ফিনিশিংয়ের ধার আরও বাড়ানো দরকার ছিল। তবে এমন টাইট শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নেওয়াটাই মুখ্য। মড্রিচ দেখালেন, কেন তিনি এখনও রিয়ালের মধ্যমণি, আর কেনই বা রিয়াল মাদ্রিদ কখনোই হাল ছাড়ে না!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত