Homeখেলাধুলাবদলে গেল বিপিএল ফাইনালের সময়

বদলে গেল বিপিএল ফাইনালের সময়


শেষ পর্যায়ে পৌঁছে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। সামনে শুধুই শিরোপার লড়াই। তবে চূড়ান্ত ম্যাচের আগে সময়সূচিতে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রাথমিক সূচি অনুযায়ী, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৭ ফেব্রুয়ারি, শুক্রবার, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। তবে নতুন ঘোষণায় ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ এখন এটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। বরিশাল চায় নিজেদের মুকুট অক্ষুণ্ণ রাখতে, অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেতে মরিয়া চিটাগাং কিংস।

ফাইনালের আগে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ম্যাচ নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন। তার মতে, চাপ সামলানোর ক্ষমতাই শিরোপার নিয়ামক হতে পারে।

‘যে দল বেশি শান্ত থাকবে, তাদেরই জেতার সম্ভাবনা বেশি,’ বলেন তামিম। তিনি আরও যোগ করেন, ‘কোয়ালিফায়ারের ম্যাচগুলোতে আমি বেশ চাপে ছিলাম। ফাইনাল আগেও দুবার খেলেছি, তবে আমি সাধারণত এ নিয়ে খুব বেশি চিন্তা করি না। আশা করি, কালকের দিনটিও স্বাভাবিক থাকবে।’

তিনি আরও বলেন, ‘ফাইনাল সবসময়ই বিশেষ কিছু, তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নার্ভ ঠিক রাখা সবচেয়ে জরুরি। যদি কেউ বাড়তি চাপে পড়ে ভুল করে, তবে প্রতিপক্ষ সেই সুযোগ কাজে লাগাবে। তাই জয়ের চাবিকাঠি হলো স্থির থাকা।’

মিরপুরের দর্শকদের সামনে কে হাসবে শেষ হাসি—বরিশালের শিরোপা ধরে রাখার মিশন সফল হবে, নাকি চিটাগাং কিংস ইতিহাস গড়বে? অপেক্ষা এখন চূড়ান্ত লড়াইয়ের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত