Homeখেলাধুলাবইমেলায় নারী ফুটবল নিয়ে দুই ক্রীড়া সাংবাদিকের নতুন বই

বইমেলায় নারী ফুটবল নিয়ে দুই ক্রীড়া সাংবাদিকের নতুন বই


নারী ফুটবলের সাফল্যের গল্প এবার জায়গা করে নিয়েছে বইয়ের পাতায়। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে দুই ক্রীড়া সাংবাদিকের লেখা দুটি বই, যেখানে উঠে এসেছে বাংলাদেশের নারী ফুটবলের পথচলা, সাফল্য ও নেপথ্যের সংগ্রাম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলায় ‘স্বপ্ন ৭১’ প্রকাশনীর স্টলে মোড়ক উন্মোচন করা হয় ক্রীড়া সাংবাদিক বদিউজ্জামান মিলনের লেখা ‘অপরাজিতা’ বইটির। এ সময় উপস্থিত ছিলেন সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, নীলুফার ইয়াসমিন নীলা ও মোসাম্মৎ সাগরিকা। তাদের সঙ্গে ছিলেন কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন নাহার ডানা ও ক্রীড়া সংগঠক নাজমা সিদ্দিকী শিমুল।

নারী ফুটবলের বিকাশ, সাফ জয়ী দলের সাফল্যের পেছনের গল্প এবং জাতীয় দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের ভূমিকা—এসব বিষয় উঠে এসেছে ‘অপরাজিতা’ বইটিতে। এছাড়া এতে রয়েছে নারী ফুটবল দলের আন্তর্জাতিক সাফল্যের পরিসংখ্যান ও ফুটবলারদের তথ্যসমৃদ্ধ প্রোফাইল।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আনুষ্ঠানিকভাবে নারী ফুটবলারদের হাতে তুলে দেওয়া হয় ক্রীড়া সাংবাদিক সুদীপ্ত আনন্দের লেখা ‘স্বপ্ন ছোঁয়া সোনার কন্যারা’ বইটি। বইটিতে সাবিনা-সানজিদাদের শৈশব, ফুটবল ক্যারিয়ারের শুরু, পরিশ্রম এবং নানা অজানা কাহিনি তুলে ধরা হয়েছে।

বইটি হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘আমাদের বেড়ে ওঠার গল্প, যারা আমাদের তৈরি করেছেন তাদের নাম এই বইতে স্থান পেয়েছে—এটা সত্যিই আনন্দের। লেখককে ধন্যবাদ জানাই আমাদের গল্প মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য।’

এছাড়া ক্রীড়া সাংবাদিক নাইর ইকবাল তনয়ের লেখা ‘আবাহনী-মোহামেডান ও সেই সময়ের গল্প’ বইটিও পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়।

নারী ফুটবলের অনুপ্রেরণাদায়ক এই বইগুলো পাওয়া যাবে বইমেলার ‘স্বপ্ন ৭১’ প্রকাশনীর স্টল (নং ৭৫৩) এবং অনন্যা প্রকাশনীর প্যাভিলিয়ন (নং ২৭)।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত