Homeখেলাধুলানেইমারের ভবিষ্যৎ কি সান্তোসেই? ক্লাব প্রেসিডেন্ট জানালেন সিদ্ধান্ত

নেইমারের ভবিষ্যৎ কি সান্তোসেই? ক্লাব প্রেসিডেন্ট জানালেন সিদ্ধান্ত


নেইমারের দুর্দান্ত ‘ওলিম্পিকো’ গোলের পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। সান্তোসের হয়ে ছয় মাসের চুক্তিতে ফেরার পর ব্রাজিলিয়ান তারকা কি আরও থাকবেন? ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো টেইশেরা বেশ আত্মবিশ্বাসী, অন্তত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নেইমারকে দলে রাখতে চান তিনি।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে টেইশেরা বলেন, ‘নেইমারের ফেরার পর আমাদের সদস্য সংখ্যা ৭৫,০০০ ছুঁয়েছে। মাঠের পারফরম্যান্স এবং আর্থিক দিক থেকে তিনি বিশাল প্রভাব ফেলছেন। সব কিছু ভালোভাবে এগোলে, এই চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

৩৩ বছর বয়সী নেইমার তার ছয় ম্যাচে দ্বিতীয় গোলটি করলেন রোববার, ইন্টার ডে লিমেইরার বিপক্ষে এক দৃষ্টিনন্দন ‘ওলিম্পিকো গোল’ করে। কর্নার থেকে সরাসরি বল জালে পাঠিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

এরপর কী? ইউরোপ নাকি ব্রাজিলেই থাকবেন নেইমার?

নেইমার এখনও সিদ্ধান্ত নেননি। তবে ক্যাডেনা এসআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনায় ফিরে নিজেকে আবারও প্রমাণ করতে চান তিনি। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর দৃষ্টি তার দিকে, কিন্তু ব্রাজিলে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন প্রশ্ন, বার্সা কি নেইমারকে আবারও ক্যাম্প ন্যুতে ফিরিয়ে আনবে?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত