Homeখেলাধুলানাইটহুড সম্মাননা পেলেন ইংল্যান্ডের সাবেক ম্যানেজার

নাইটহুড সম্মাননা পেলেন ইংল্যান্ডের সাবেক ম্যানেজার


ইংল্যান্ড জাতীয় দলের প্রাক্তন কোচ গ্যারেথ সাউথগেটকে নতুন বছরের সম্মাননা তালিকায় নাইটহুড উপাধি প্রদান করা হয়েছে। যার ফলে সাবেক এই ক্রিকেটার ও ম্যানেজারকে স্যার বলে ডাকা হবে এখন থেকে। সোমবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত ব্রিটেনের রাজা কিং চার্লসের এই বিশেষ তালিকায় সাউথগেটসহ আরও কয়েক শতাধিক ব্যক্তি স্থান পেয়েছেন।

নতুন বছরের সম্মাননা তালিকায় রাজনীতি, ক্রীড়া, শিল্প ও সামাজিক সেবায় অসাধারণ অবদান রাখা ১,২০০-রও বেশি মানুষকে বিভিন্ন মর্যাদাপূর্ণ উপাধি প্রদান করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন এমবিই (মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার), সিবিই (কমান্ডার) ও ওবিই (অফিসার) উপাধি প্রাপকেরা। শীর্ষ সম্মাননা হিসেবে প্রদান করা হয়েছে নাইটহুড ও ডেমহুড।

ইংল্যান্ড দলকে টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে দেওয়ার কৃতিত্বের জন্য সাউথগেট এই সম্মান পেয়েছেন। তিনি ২০২৪ সালের জুলাই মাসে জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। সাউথগেটের অধীনে ইংল্যান্ড দল আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছিল।

কেবল জনপ্রিয় ব্যক্তিত্বই নয়, বরং জাতীয় জীবনে বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষদেরও এই তালিকায় স্বীকৃতি দেওয়া হয়। প্যারিস অলিম্পিকে ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদকজয়ী কিলি হজকিনসন এমবিই উপাধি পেয়েছেন। একই সঙ্গে অলিম্পিক চ্যাম্পিয়ন রোয়ার হেলেন গ্লোভার ওবিই উপাধিতে ভূষিত হয়েছেন।

১৮৯০ সাল থেকে শুরু হওয়া এই সম্মাননার ঐতিহ্য অনুযায়ী, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই এর প্রধান লক্ষ্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত