Homeখেলাধুলাদেশের জার্সিতেই শেষটা রাঙাতে চান সাকিব

দেশের জার্সিতেই শেষটা রাঙাতে চান সাকিব


বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত এবং সফল তারকা সাকিব আল হাসান। একসময় দেশের মাঠে-বিদেশের মাঠে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে পুরো জাতি। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিচয়, বিতর্ক আর চাপের ভিড়ে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন এই ক্রিকেটার। শেষমেশ ইংরেজি এক পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানালেন, তিনি বুঝে গেছেন তার জন্য শেষটা কোথায় দাঁড়িয়ে আছে।

‘আমি বুঝেছিলাম, আমার জন্য শেষ হয়ে গেছে তখনই, যখন দেখলাম এই পরিমাণ চাপ নিয়ে আর খেলতে পারছি না। আমার দেশের জন্য খেলতে ইচ্ছা করে না এমন নয় — বরং এখনো বাংলাদেশের হয়ে খেলার প্রবল ইচ্ছা আমার মধ্যে আছে, আর সেটা চিরকাল থাকবে। আমি এটা বোঝানোর চেষ্টা করেছি বিসিবি সভাপতি থেকে শুরু করে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথেও,’ — বলেন সাকিব।

তিনি জানান, ‘হ্যাঁ, আমি একসময় এমপি ছিলাম। কিন্তু এখন আর আমি সংসদ সদস্য নই। কোনো রাজনৈতিক দলেরও কোনো পদ-পদবিতে নেই। এখন ভাবুন, আমি যে কাজটা ১৮-২০ বছর ধরে করে আসছি, সেটা হঠাৎ করে থেমে গেলে সেটা কি স্বাভাবিক মনে হয়? এই জায়গাটাই আসলে কষ্টের।’

ক্রিকেটার হিসেবে নিজের ক্যারিয়ারটা সম্মানের সাথেই শেষ করতে চান সাকিব। ‘আমি চাই দেশের হয়ে নিজের ক্যারিয়ারটা সুন্দরভাবে শেষ করতে। সুযোগ থাকলে ঠিক করতে চাই—একটা সিরিজ খেলব, দুটো খেলব, নাকি আরও এক বছর। দেশের জন্য খেলাটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাই পূরণ করার জন্য আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। স্পোর্টস অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে বিসিবি সভাপতির সাথেও কথা বলছি।’

সাকিব আরও বলেন, মাঠে ফেরার জন্য যে আগ্রহ আর ভালোবাসা তার এখনো আগের মতোই আছে। চাপ, বিতর্ক কিংবা পদ-পদবির চেয়েও তার কাছে বড় দেশের জার্সি গায়ে খেলাটা। সেই ভালোবাসার শেষটুকু দেশের জন্যই উৎসর্গ করতে চান তিনি।

এখন দেখার পালা, বোর্ড ও সংশ্লিষ্ট মহল থেকে তার এই আর্জি কতটা গুরুত্ব পায়। সাকিব কি পারবেন আবারো জাতীয় দলের জার্সিতে নিজের শেষ অধ্যায়টা রাঙাতে?





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত