রিয়াল মাদ্রিদের ভঙ্গুর রক্ষণভাগ আবারও বিপর্যয়ের মুখে পড়েছে। দীর্ঘ চোট কাটিয়ে ফেরার পর এবার নতুন করে চোটে পড়লেন রিয়ালের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, বাম পায়ের অ্যাডাক্টর মাসলে চোট পেয়েছেন এই ডিফেন্ডার।
আলাবা মাত্রই ফিরেছিলেন দীর্ঘদিনের এসিএল চোট কাটিয়ে। জানুয়ারিতে লাস পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বদলি হিসেবে মাঠেও নেমেছিলেন। তবে আবারও ছিটকে গেলেন চোটের কারণে। এর ফলে রিয়ালের রক্ষণভাগ এখন আরও বড় সংকটে পড়েছে, কারণ ইতোমধ্যেই অ্যান্তোনিও রুডিগার হ্যামস্ট্রিং চোটে ভুগছেন, আর এদের মিলিতাও অনেক আগেই দীর্ঘমেয়াদি চোটে পড়েছেন।
এখন মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির হাতে সেন্টার-ব্যাক হিসেবে শুধু তরুণ রাউল আসেনসিও ও মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনি রয়েছেন। এ অবস্থায় লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে রিয়াল বড় সমস্যায় পড়েছে।
আগামীকাল বুধবার কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে লেগানেসের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। এরপর শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বি এবং ফেব্রুয়ারির ১১ তারিখ চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির সঙ্গে। তার পরের সপ্তাহে ওসাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচ শেষে ১৯ ফেব্রুয়ারি বার্নাব্যুতে ফিরতি লেগে আবারও সিটির মুখোমুখি হবে তারা।
এই গুরুত্বপূর্ণ সময়ে আলাবার অনুপস্থিতি রিয়ালের জন্য বড় ধাক্কা। কারণ গত গ্রীষ্মে নাচো ফার্নান্দেজ চলে যাওয়ার পর থেকেই রক্ষণভাগে অভিজ্ঞতার অভাব দেখা দিয়েছে। এরই মধ্যে দানি কারভাহালও গুরুতর চোটে পড়ে গেছেন এবং মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে রয়েছেন।
চোট সমস্যা সত্ত্বেও জানুয়ারি উইন্ডোতে কোনো ডিফেন্ডার কেনেনি রিয়াল মাদ্রিদ। লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের জন্য আগ্রহ দেখালেও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ইংলিশ ক্লাবটি। এখন তাই আনচেলত্তিকে সামনের কঠিন ম্যাচগুলোতে সামান্য বিকল্প নিয়েই পরিকল্পনা সাজাতে হবে।