বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে বড় পরিবর্তন আসতে যাচ্ছে, তবে নতুন অধিনায়কের নাম এখনো চূড়ান্ত হয়নি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য জানিয়েছেন, খুব শিগগিরই এ সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্য দুই ফরম্যাটে বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্ত গত বছরই জানিয়ে দিয়েছিলেন, তিনি টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেন লিটন দাস। তবে সামনের চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রেখে বিসিবি নতুন একজন অধিনায়ক খুঁজছে, যে দীর্ঘমেয়াদে দলকে সামনে এগিয়ে নিতে পারবেন।
শনিবার (০৮ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। ইতোমধ্যে দুই-একজন অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে চলে যাননি। এমন কাউকেই দায়িত্ব দেওয়ার চেষ্টা করব।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন থেকেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায়। ফারুক আহমেদ জানিয়েছেন, তারা পরিকল্পিতভাবে দলকে গড়ে তুলতে চান, যেন পরবর্তী বিশ্বকাপে প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দিতে পারে বাংলাদেশ।
তিনি বলেন, ‘আমি শুধু বিশ্বকাপকে লক্ষ্য করে পরিকল্পনায় বিশ্বাস করি না। ২০০৭ সালে যখন আমি নির্বাচক ছিলাম, তখন তামিম-সাকিব-মুশফিকরা উঠে এসেছিল। এবারও আমরা ক্রিকেট অপারেশন্স বিভাগের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোবো।’
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিসিবিকে এফটিপির বাইরে একটি অতিরিক্ত সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে, যা জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। বিসিবি বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে।
বিসিবি সভাপতির ভাষ্য, ‘পাকিস্তান আমাদের জানিয়ে দিয়েছে, তারা বাংলাদেশের বিপক্ষে একটি অতিরিক্ত সিরিজ খেলতে চায়। সূচি নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’