Homeখেলাধুলাচ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট শান্ত


চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি চলছে জোরেশোরে। গেল শনিবার শুরু হওয়া এই অনুশীলনপর্বের শেষ দিনে গণমাধ্যমের সামনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও নিজের প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।

শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাচ না খেললেও সেটা আমাকে কিছুটা বাড়তি সময় দিয়েছে নিজের ব্যাটিং আর ফিটনেস নিয়ে কাজ করার। কোচদের সহায়তায় আমি সেই সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। এখন আত্মবিশ্বাসী যে এই প্রস্তুতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দেবে। সবকিছু ঠিক থাকলে ভালো ফলাফল হবে ইনশাআল্লাহ।’

এদিকে, বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাবনা নিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তী রিকি পন্টিং-এর নেতিবাচক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শান্ত সরলভাবেই জানান, ‘এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’
অনুশীলনের শেষে বাংলাদেশ দল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কোচিং স্টাফসহ ফটোসেশনে অংশ নেয়। উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

আগামীকাল দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে টাইগাররা। ১৭ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ শেষে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে গিয়ে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ স্বাগতিকদের মুখোমুখি হবে ফিল সিমন্সের শিষ্যরা।

শান্তর নেতৃত্বে দল কতদূর যেতে পারে, এখন সেদিকেই তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত