ফুটবলে সময় নষ্ট করার কৌশল এবার কঠোরভাবে দমন করতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো গোলকিপার বল হাতে ধরে আট সেকেন্ডের বেশি সময় নেন, তবে বিপক্ষ দল পাবে কর্নার কিক!
এখন পর্যন্ত নিয়ম অনুযায়ী, গোলকিপার বল ধরে ছয় সেকেন্ডের বেশি সময় নিলে তার শাস্তি ছিল পরোক্ষ ফ্রি-কিক। কিন্তু বাস্তবে রেফারিরা এটি খুব কমই প্রয়োগ করতেন, কারণ গোলমুখ থেকে ফ্রি-কিক নেওয়া মানেই নিশ্চিত গোলের সুযোগ তৈরি হওয়া।
নতুন নিয়মের অধীনে, রেফারি প্রথম পাঁচ সেকেন্ডের মধ্যে একটি ভিজুয়াল কাউন্টডাউন দেখাবেন। আট সেকেন্ড পার হলেই প্রতিপক্ষ দলকে দেওয়া হবে কর্নার কিক।
আইএফএবি বলছে, গোলকিপারদের অনর্থক সময় নষ্ট করার প্রবণতা ফুটবলের স্বাভাবিক গতি নষ্ট করছে। গবেষণায় দেখা গেছে:
- ৬ সেকেন্ডের মধ্যে দ্রুত কাউন্টার-অ্যাটাকে বল ছাড়েন গোলকিপার।
- ৬-৮ সেকেন্ডে বাধ্য হয়ে দেরি করেন (যেমন: সতীর্থের পজিশন ভালো না থাকা)।
- ২০ সেকেন্ড বা তার বেশি সময় নেন শুধুমাত্র সময় নষ্ট করার জন্য—প্রায়ই মাঠে পড়ে থাকার অভিনয় করে, ধীরে উঠে দাঁড়ান!
২০২৪-২৫ মৌসুমে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ২ (অ্যাকাডেমি), মাল্টা ও ইতালির ফুটবলে নতুন নিয়মের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়।
৪০০টির বেশি ম্যাচে মাত্র ৩ বার কর্নার কিক দেওয়া হয়েছে (ইংল্যান্ডে ৩, মাল্টায় ০, ইতালিতে ভিন্ন নিয়মে থ্রো দেওয়া হয়, যা মাত্র একবার প্রয়োগ হয়)।
নতুন নিয়ম কার্যকর হওয়ার পর, ফুটবলে অপ্রয়োজনীয় সময় নষ্ট কমবে, গেমের গতি বাড়বে এবং প্রতিপক্ষ দল আরও ন্যায্য সুযোগ পাবে।
২০২৫-২৬ মৌসুম থেকে বিশ্ব ফুটবলে চালু হবে গোলকিপারের সময় নষ্ট ঠেকাতে কর্নার দেওয়ার নতুন নিয়ম। এবার আর অতিরিক্ত সময় ধরে বল হাতে রাখলে পার পাবেন না কেউ!