ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের ২০২৪ সালের বার্ষিক আলোকচিত্র প্রতিযোগীতায় যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আব্দুল্লাহ আল মাহফুজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
২০২৪ সালের ফটেগ্রাফ অব দ্য ইয়ার প্রতিযোগিতায় অপেশাদার আলোকচিত্র ক্যাটাগরিতে যৌথভাবে রানার্সআপ পুরস্কার অর্জন করেন মাহফুজ। এতে আরও রানার্সআপ হন স্টিফেন নিকোলস।
মাহফুজের তোলা ছবিতে একটি গাছ কাটার দৃশ্য দেখানো হয়, যেটিকে স্থানীয় শিশু উসমান ও তার বন্ধুরা উইকেট হিসেবে ব্যবহার করত। গাছটি কেটে ফেলায় তাদের ক্রিকেট খেলা অনেকটা কঠিন হয়ে পড়ে বলে ছবিতে উঠে আসে।
অপেশাদার আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রাজন টোপিওয়ালার তোলা ধৌলাধর পর্বতমালার অদূরে অবস্থিত ধর্মশালা মাঠের ছবি। এটি ২০২৪ সালের মার্চ মাসে ভারত বনাম ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচের সময় তোলা হয়েছিল।
প্রতি বছর ক্রিকেট বিষয়ক বিভিন্ন পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীদের কাছ থেকে ছবি আহ্বান করে উইজডেন। বিশ্বজুড়ে লাখ লাখ আলোকচিত্রীর তোলা ছবি থেকে পুরস্কারের জন্য বেশ কিছু ছবি বাছাই করে উইজডেন কর্তৃপক্ষ। এবারের পেশাদার ও অপেশাদার ক্যাটাগরিতে বিজয়ী নির্বাচনের জন্য মোট ১৪টি ছবি বাছাই করেছিল উইজডেন।