Homeখেলাধুলাইয়ামালকে মেসি নয় নেইমারের মতো মনে হয় রাফিনিয়ার

ইয়ামালকে মেসি নয় নেইমারের মতো মনে হয় রাফিনিয়ার


বার্সেলোনার উদীয়মান প্রতিভা লামিন ইয়ামালকে বর্তমানে ফুটবলের অন্যতম সেরা প্রতিভা বলেই অভিহিত করা হয়। মাত্র এক সপ্তাহ আগেই বিশ্বের সেরা উদীয়মান ফুটবলারের পুরষ্কারও নিজের ঝুলিতে ভরেছেন এই কিশোর। অনেকেই ১৬ বছর বয়সী ফুটবলারকে বার্সা কিংবদন্তি ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন তবে এই তালিকায় নেই ইয়ামালের বার্সা সতীর্থ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। রাফিনিয়া মনে করেন এই তরুণ খেলোয়াড়ের খেলা বরং আরেক বার্সেলোনা কিংবদন্তি নেইমারের সঙ্গে বেশি মিল রাখে।

বর্তমান লা লিগা মৌসুমে বার্সেলোনা দুর্দান্ত শুরু করেছে, যেখানে প্রধান ভূমিকা পালন করছে তাদের আক্রমণভাগ। রবার্ট লেভানডভস্কি, রাফিনিয়া ও ১৭ বছর বয়সী লামিন ইয়ামালের সমন্বয়ে দলটি একটি শক্তিশালী আক্রমণাত্মক ধারা তৈরি করেছে। বিশেষ করে, লেভানডভস্কির পাশাপাশি ইয়ামালের অসাধারণ পারফরম্যান্স সমর্থকদের মন জয় করেছে। তরুণ এই তারকাকে ইতোমধ্যেই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে, যিনি নিজেও বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়া থেকে উঠে এসেছিলেন।

এল পাইসের সঙ্গে এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, ‘আমি ইয়ামালের খেলায় নেইমারের বেশি ছাপ দেখতে পাই—তার ড্রিবলিং, দ্রুত চিন্তা করে ড্রিবল করা। যখন আপনি ভাবেন যে আপনি তার কাছ থেকে বলটি কেড়ে নিতে পারবেন, তখন সে এমন কিছু করে যা আপনি আগে কখনও দেখেননি।’

রাফিনিয়া নিজেও এই মৌসুমে চমৎকার পারফরম্যান্স দেখিয়ে বার্সেলোনা দলে নিজের অবস্থান মজবুত করেছেন। আগের কোচ জাভির অধীনে সীমিত ভূমিকা পালন করলেও, হানসি ফ্লিকের অধীনে তিনি দলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় এসেছেন। ১৪ ম্যাচে ১০টি গোল এবং সাতটি অ্যাসিস্ট করে তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তবে নিজেকে দলের মূল তারকা বলে মনে করেন না রাফিনিয়া। তার মতে, ‘আমি মনে করি না আমি প্রধান চরিত্র। এই মৌসুমে ভাল খেলছি, তবে গোটা দলই প্রধান চরিত্র। যখন সব খেলোয়াড় ফর্মে থাকে, তখন স্বাভাবিকভাবেই স্ট্রাইকারদের বেশি প্রশংসা করা হয়, কারণ তারা গোল করে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত