Homeখেলাধুলাইউরোপা লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

ইউরোপা লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?


এক অভাবনীয় ও রোমাঞ্চে ভরা দ্বিতীয় লেগের রাত শেষে ইউরোপা লিগ ২০২৪/২৫ মৌসুমের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। সবচেয়ে বড় চমক এসেছে ওল্ড ট্র্যাফোর্ড থেকে—ফরাসি ক্লাব অলিম্পক লিঁওনের বিপক্ষে অবিশ্বাস্যভাবে ফিরে এসে শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছিল ম্যানইউ। লিঁওনের খেলোয়াড়রা পাল্টা চার গোল করে স্কোরলাইন দাঁড় করায় ৪-২—যার মধ্যে স্ট্রেটফোর্ড এন্ডে লাকাজেতের পেনাল্টি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য।

তবে হাল ছাড়েননি ব্রুনো ফার্নান্দেজ, কোবি মেইনু ও হ্যারি ম্যাগুইয়ার। শেষ মুহূর্তে নাটকীয় ভাবে তিনটি গোল করে ৫-৪ ব্যবধানে রাতের ম্যাচ এবং ৭-৬ গোলে মোট অ্যাগ্রিগেট জিতে নেয় ‘রেড ডেভিলস’রা।

ম্যানইউর সামনে এবার অপেক্ষা করছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক ক্লাবের চ্যালেঞ্জ। রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়ে সেমিতে উঠেছে বাস্ক অঞ্চলের ক্লাবটি। ম্যাচে গোল পেয়েছেন প্রিমিয়ার লিগের আগ্রহের কেন্দ্রে থাকা নিকো উইলিয়ামস।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার ও নরওয়েজিয়ান ক্লাব বোডো/গ্লিম্ট। জার্মানিতে ডমিনিক সোলাঙ্কের পেনাল্টি গোলে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে ২-১ অ্যাগ্রিগেটে সেমিতে ওঠে স্পারস।

বোডো/গ্লিম্টের গল্পটাও রূপকথার মতোই। লাৎসিওর অলিম্পিকো স্টেডিয়ামে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর অতিরিক্ত সময়ের শেষ দশ মিনিটে আন্দ্রেয়াস হেলমারসেনের গোলে ম্যাচে ফিরে আসে তারা। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে লাৎসিওকে বিদায় করে দেয় নরওয়েজিয়ান ক্লাবটি।

২০২৪/২৫ ইউরোপা লিগ সেমিফাইনাল ড্র:

  • টটেনহ্যাম হটস্পার বনাম বোডো/গ্লিম্ট
  • অ্যাথলেটিক ক্লাব বনাম ম্যানচেস্টার ইউনাইটেড

প্রথম ও দ্বিতীয় লেগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ মে ও ৮ মে।

ফাইনাল কোথায় ও কবে?

এই মৌসুমের ইউরোপা লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ মে, স্পেনের বিলবাওর সান মামেস স্টেডিয়ামে—যা অ্যাথলেটিক ক্লাবের হোমগ্রাউন্ডও বটে। সেমিফাইনালেই অ্যাথলেটিক ক্লাব হারিয়ে উঠতে পারলে, ঘরের মাঠে ফাইনাল খেলার স্বপ্নও পূরণ হবে তাদের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত