Homeঅর্থনীতি২৭ এপ্রিল থেকে সিলেট বিমানবন্দরে চালু কার্গো অপারেশন, পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

২৭ এপ্রিল থেকে সিলেট বিমানবন্দরে চালু কার্গো অপারেশন, পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান


২৭ এপ্রিল থেকে সিলেট বিমানবন্দরে চালু কার্গো অপারেশন, পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০০: ৩১

ছবি

বেবিচক চেয়ারম্যান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

পরিদর্শনকালে চেয়ারম্যান কার্গো টার্মিনাল এরিয়া ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরেজমিনে ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফল অপারেশনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, ‘সিলেট থেকে কার্গো অপারেশন চালু হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং পণ্য রপ্তানিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

পরিদর্শনের দ্বিতীয় অংশে বেবিচক চেয়ারম্যান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘুরে দেখেন। তিনি নির্মাণাধীন প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, এপ্রোন, প্রশাসনিক ভবন এবং কন্ট্রোল টাওয়ারের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষের কাছ থেকে আপডেট নেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন), প্রকল্প পরিচালক, বিমানবন্দর পরিচালক, নির্মাতা প্রতিষ্ঠান চীনের বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপের (বিইউসিজি) প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বেবিচক চেয়ারম্যান প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে সিলেট অঞ্চলের যাত্রীসেবা আরও আধুনিক ও আন্তর্জাতিকমানের হবে। এটি দেশের বিমান চলাচল ব্যবস্থার জন্য একটি মাইলফলক হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত