Homeঅর্থনীতিসূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতির সুবিধা বাতিল

সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতির সুবিধা বাতিল


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের নেতৃত্বে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

সোমবার (১০ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিন সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সংক্রান্ত দুইটি এস আর ও বাতিল করেছে এনবিআর।

এনবিআরের আদেশে বলা হয়েছে,  জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নবর্ণিত দুটি প্রজ্ঞাপন বাতিল করা হলো, যথা- (ক) এস, আর, ও নং ৮৭-আইন/২০১৬, তারিখ: এপ্রিল ৬, ২০১৬ খ্রিষ্টাব্দ; এবং (খ) এস.আর.ও নং ১৯১-আইন/আয়কর/২০২৩, তারিখ: জুন ১৯, ২০২৩ খ্রিষ্টাব্দ।

প্রসঙ্গত, স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধী, স্নায়ুবিক প্রতিবন্ধী, অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যাযুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এর আগে গত ২৫ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন স্থগিত রাখা হয়।

২০১৬ সাল থেকে ওই প্রতিষ্ঠানের স্থায়ী ও সঞ্চয়ী ব্যাংক আমানতের ওপর প্রাপ্ত সুদ, কনসালটেন্সি ফি, গবেষণা ফি বাবদ আয়সহ সব ধরনের আয়ের ওপর আয়কর অব্যাহতি দিয়ে আসছিল এনবিআর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত