Homeঅর্থনীতিপৌনে তিন লাখ টাকা জরিমানা আদায়

পৌনে তিন লাখ টাকা জরিমানা আদায়


তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দুই লাখ ৭৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি পাইপলাইন অপসারণসহ অনেককে সতর্ক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গত ২০ এপ্রিল (রবিবার) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে তিতাস গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে তিতাসের মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ ১-এর আওতাধীন ঠুলঠুলিয়া, ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৩টি শিল্প কারখানায় ও ২০টি আবাসিক বাসা-বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও আর্থিক জরিমানা করা হয়েছে। অভিযানে ৪০০ ফুট পাইপ, ২০টি রেগুলেটর, ২টি কম্প্রেসার ও ২০টি লক উইং কর্ক অপসারণ করে জব্দ করা হয়েছে। এতে প্রায় ৪ হাজার ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে শ্রাবণ ওয়াশিং কারখানা কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা ও ব্রাদার্স ওয়াশিং কারখানা কর্তৃপক্ষকে এক লক্ষসহ মোট ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

একই দিনে গাজীপুর জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়া-এর আওতাধীন সুলতান মার্কেট, কাজী মার্কেট, হাজী আ. কাইয়ুম মার্কেট (মনি ফ্যাশন গেট সংলগ্ন), সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ বা সংযোগ বিচ্ছিন্নের জন্য অপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ২ কিলোমিটার অবৈধ বিতরণ লাইনের ১ হাজারটি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৩০০ মিটার পাইপ অপসারণ পূর্বক জব্দ করা হয়েছে। এতে প্রায় ২৫ লাখ ৬৮ হাজার ৯০২ টাকার অবৈধভাবে মাসিক গ্যাস চুরি সাশ্রয় করা সম্ভব হবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ১টি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, অনন্ত পেপার মিলের (মিঠাবো, রূপগঞ্জ) পূর্বে ঢাকা লুব ওয়েল ইন্ডাস্ট্রিতে ১২” বিতরণ লাইন থেকে অবৈধ ১” সার্ভিস লাইনের সংযোগ পাওয়ায় প্রায় ২০ ফুট ১” পাইপ অপসারণসহ উৎস পয়েন্টে কিলিং করা হয়েছে এবং আঞ্চলিক রাজস্ব শাখা ভালুকা, রাজস্ব উপ-শাখা কিশোরগঞ্জের নেতৃত্বে ৩টি আবাসিকের ৫টি ডাবল বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৭৬ হাজার টাকার বকেয়া বিল তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ থেকে গত ২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪১টি শিল্প, ১৬০টি বাণিজ্যিক ও ৩০ হাজার ৩৩৬টি আবাসিকসহ মোট ৩০ হাজার ৭৩৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৯ হাজার ২৮৭টি বার্নার বিচ্ছিন্নসহ ওই অভিযানগুলোতে ১৪৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত