Homeঅর্থনীতিনতুন সাবসিডিয়ারি কোম্পানি খুলবে এসিআই

নতুন সাবসিডিয়ারি কোম্পানি খুলবে এসিআই


এসিআই হারবাল অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস লিমিটেড নামে নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি খোলার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের পর্ষদ। এ কোম্পানির অনুমোদিত মূলধন হবে ১০০ কোটি আর পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। কোম্পানির ৮৫ শতাংশ শেয়ার থাকবে এসিআই লিমিটেডের কাছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গতকাল এসিআই লিমিটেডের শেয়ার সর্বশেষ ১৪৭ টাকায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১১১ টাকা ৫০ থেকে ১৯৭ টাকা ৭০ পয়সায় ওঠানামা করেছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে এসিআই লিমিটেডের পর্ষদ।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এসিআইয়ের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৭ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৩০ পয়সা। এদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৫১ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৬৮ টাকা ৩৩ পয়সায় দাঁড়িয়েছে।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৮৩ কোটি ৫৪ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের সংখ্যা ৮ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৪৬৯টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৬ দশমিক ২৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৪১ দশমিক ৬৬ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ২২ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত