দেশে খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.৭২ শতাংশ, যা আগের মাস ডিসেম্বরে ছিল ১২ দশমিক ৯২। সেই হিসাবে এক মাসের ব্যবধানে খাদ্যে মূল্যস্ফীতি কমেছে ২.২ শতাংশ।
বাজারে শীতের শাকসবজির সরবরাহ বাড়ায় এসব পণ্যের দাম কমে এসেছে। এ ছাড়া বাড়ানো হয়েছে নীতি সুদের হারও। ফলে বাজারে পণ্যমূল্যে এসব পদক্ষেপের প্রভাব দেখা যাচ্ছে মূল্যস্ফীতিতে। তবে কিছুটা কমলেও ১০ মাস ধরে শতাংশের ওপরে আছে খাদ্য মূল্যস্ফীতি।
বিবিএসের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৪, যা এর আগের মাস ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। অর্থাৎ ডিসেম্বর মাসের তুলনায় সাধারণ মূল্যস্ফীতি কমেছে দশমিক ৯৫ শতাংশ।
জানুয়ারি মাসে গ্রামীণ পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ১ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ১১ দশমিক শূন্য ৯ এবং ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৭০ শতাংশ।
অপর দিকে জানুয়ারিতে শহর পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৪।