Homeঅর্থনীতিজাকাত ফেয়ার শুরু শনিবার

জাকাত ফেয়ার শুরু শনিবার


আগামীকাল শনিবার রাজধানী ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ত্রয়োদশ জাকাত ফেয়ার। এবারের মেলার প্রতিপাদ্য—নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে শনিবার বেলা ১১টায়। আগামী রোববার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানান মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এই মেলার আয়োজক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাকাত ফেয়ারের স্পনসর হিসেবে যুক্ত রয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো, যার মধ্যে রয়েছে রহিমআফরোজ, খাদিম সিরামিকস, কোহিনূর কেমিক্যাল, রহিম স্টিল, সাউথ ব্রিজ, হজ ফাইন্যান্স কোম্পানি, আইডিএলসি ইসলামিক ও এসএমসি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত