Homeঅর্থনীতিকোয়ালিটি ফিডস লিমিটেডের ৩০ বছরপূর্তি ও এজেন্ট কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

কোয়ালিটি ফিডস লিমিটেডের ৩০ বছরপূর্তি ও এজেন্ট কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত


কোয়ালিটি ফিডস লিমিটেডের ৩০ বছরপূর্তি উপলক্ষে একটি এজেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি ২২ ফেব্রুয়ারি পূর্বাচলের স্বর্ণালী আবাসন প্রকল্পে অবস্থিত কোয়ালিটি গ্রুপের নিজস্ব ভবন কিউ সেন্টারের পাশে ঢাকা এরিনা মাঠে অনুষ্ঠিত হয়।

জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এম কায়সার রহমান, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক এহতেশাম বি. শাহজাহানসহ সব বোর্ডের পরিচালক। এ ছাড়া প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সারা দেশ থেকে আগত বিক্রয় কর্মকর্তারাও সম্মেলনে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সারা দেশ থেকে প্রায় এক হাজার দুই শর অধিক এজেন্ট, শতাধিক খামারি এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ২০২৩-২৪ সালের মোট ফিড বিক্রির ওপর ভিত্তি করে সারা দেশ থেকে মোট ১১৫ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় টয়োটা এক্সিও ব্র্যান্ড নিউ কার এবং বিভিন্ন ক্যাটাগরির খামারিকে বিশেষ সম্মাননা স্মারক ও গিফট ভাউচার।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত