Homeঅর্থনীতিএসি, মোটরসাইকেল ও ফ্রিজ উৎপাদনকারীদের জন্য কর দ্বিগুণ হলো

এসি, মোটরসাইকেল ও ফ্রিজ উৎপাদনকারীদের জন্য কর দ্বিগুণ হলো


মোটরসাইকেল, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য আয়কর দ্বিগুণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৮ জানুয়ারি) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে সংস্থাটি।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার উৎপাদন থেকে এ শিল্পের আয়ের ওপর ২০ শতাংশ কর দিতে হবে। এ পরিবর্তন ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর হবে।

পাশাপাশি, এসব কোম্পানির জন্য আমদানির ওপর অগ্রিম আয়কর ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা আদেশ জারির দিন থেকে কার্যকর হবে।

২০২১ সালে জারি হওয়া একটি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) অনুযায়ী এ কোম্পানিগুলোর ২০৩২ সাল পর্যন্ত হ্রাসকৃত ১০ শতাংশ কর সুবিধা পাওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন বছরের মধ্যেই সে প্রণোদনা প্রত্যাহার করে করহার দ্বিগুণ করা হলো।

জানা গেছে, ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত উৎপাদকেরা ৫ শতাংশ করহার উপভোগ করেছিলেন। পরে ২০২১ সালে তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়।’

এদিকে, প্রায় ৫০টির মতো পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে ভোক্তাদের ওপর চাপ নিয়ে আলোচনার মধ্যেই নতুন খাতে করের হার বাড়ানোর এ সিদ্ধান্ত এসেছে। বিষয়টি নিয়ে শিল্প বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভ্যাট ও সম্পূরক শুল্কবৃদ্ধির পাশাপাশি করের এ উত্থানে গ্রাহকের খরচ বাড়বে এবং উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত